নিজ সংবাদ \ আগষ্ট মাস বাঙ্গালী জাতির শোকের মাস। ১৯৭৫ সালের ১৫আগষ্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৬জন সদস্যকে রাতের আধারে নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানের দালালরা। স্বাধীনতা ও স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করেছিল তারা। আলাহর অশেষ রহমতে সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় জানে রক্ষা পায়। সেই পাকিস্থানী দোসররা থেমে থাকেনি। আবারও এই আগষ্ট মাসের ১৭তারিখে সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। ২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের প্রথম শ্রেনির নেতাদের হত্যা করে বাঙ্গালী জাতি গোষ্ঠীকে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিলো এদেশে লুকিয়ে থাকা পাকিস্তানের পেত্বাত্তারা। তারা দেশে এবং দেশের বাইরে এখনও বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে আর লাভ হবে না তাদের। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্র উৎখাত করতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মিরা তৈরি আছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় কুষ্টিয়া শহরের এনএস রোডের বঙ্গবন্ধু সুপার মার্কেটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভা কক্ষে জেলা আওয়ামীলীগের এক যৌথ সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আ ফ ম আমিনুল হক রতন, সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, মতিউর রহমান মজনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আসকর হাসু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শীলা বসু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আ,স,ম আক্তারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খাঁন, সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নেছা সবুজ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মুকুল হোসেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন, জেলা ছাত্রলীগের সভাপতি অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । সভায় শোক মাসের সকল কর্মসুচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply