কুমারখালী প্রতিনিধি ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্ম যেন দৃষ্টি প্রতিবন্ধীরা জানতে পারে, সেজন্য কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে ব্রেইল ভাষা কার্যক্রম চালু করা হয়েছে। আজ শনিবার দুপুরে প্রতœতত্ত্ব অধিদপ্তর আয়োজনে কুঠিবাড়ীর জাদুঘরে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কবি গুরুর আত্মজীবনী পাঠের মাধ্যমে ব্রেইল ভাষা কার্যক্রমের উদ্বোধন করেন দৃষ্টি প্রতিবন্ধী ও কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স পড়ুয়া ছাত্রী অঞ্জনা রাণী। রবীন্দ্র কুঠিবাড়ীর কাস্টোডিয়ান আল আমীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, মহিলা নেত্রী হোসনেয়ারা রুবি, কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে আবেগে আপ্লুত হয়ে কলেজ ছাত্রী অঞ্জনা রাণী বলেন, এত বড় কার্যক্রম আমার মাধ্যমে শুরু হওয়ায় আমি খুব খুশি ও আনন্দিত। কুঠিবাড়িতে এসে আমরাও এখন কবিগুরু সমন্ধে জানতে পারব। আমি চাই দেশের সবকিছু ডিজিটালাইজেশন করার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্যও ডিজিটাল সুযোগ – সুবিধার ব্যবস্থা করা হয়। এবিষয়ে রবীন্দ্র কুঠিবাড়ীর কাস্টোডিয়ান আল আমীন বলেন, রবীন্দ্র সমন্ধে দৃষ্টি প্রতিবন্ধীদের জানানোর জন্য ব্রেইল সিস্টেম উদ্বোধন করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যেন না ভাবে, যে তাঁরা পিছিয়েছে রয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply