পাংশা প্রতিনিধি ॥ আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু। (১১ সেপ্টেম্বর) রবিবার বেলা দেড়টার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উত্তম কুমার কুন্ডু বলেন, আমি গতবার সদস্য পদে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবারও সেই ধারা অব্যাহত রাখতে চাই। সেই সাথে রাজবাড়ী ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর হাকিম এবং তার পুত্র আশিক মাহমুদ মিতুলের সমর্থন ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন। জেলা নির্বাচন অফিসার মাসুদুর বলেন, জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২ ৪সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত।
You cannot copy content of this page
Leave a Reply