কুমারখালী প্রতিনিধি ॥ রাজস্ব বাজেটের আওতায় কুষ্টিয়ার কুমারখালীতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান ও উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. শাহিদুল ইসলাম ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. মাহমুদুল হাসানসহ আরো অনেকে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১৪টি অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪’শ ২৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply