ঢাকা অফিস ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির দেহে বিষাক্ত নার্ভ এজেন্ট প্রয়োগ করে তাঁকে হত্যাচেষ্টা করার অভিযোগে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানান। রাশিয়ার সরকারবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি প্রাণনাশমূলক এ ঘটনার জন্য ক্রেমলিনকে দায়ী করে আসছেন। জ্যাক সুলিভান গত রোববার সিএনএনকে বলেন, ‘আমরা এ ব্যাপারে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছি। যুক্তরাষ্ট্র তখনই এই নিষিধাজ্ঞা আনবে যখন লক্ষ্য অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে পরবর্তী নিষেধাজ্ঞায় অবশ্যই রাসায়নিক অস্ত্রের বিষয়টি মাথায় রাখা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের পরই এমন নিষেধাজ্ঞার কথা জানানো হলো। দুই প্রেসিডেন্টই বৈঠককে সাধারণভাবে ফলপ্রসূ বলে আখ্যা দিলেও তেমন কোনো বড় ঘোষণা বা আলোচনার কথা জানা যায়নি। কারাগারে নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাইডেন। পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন বলেও জানান তিনি। এর আগে গত মার্চে রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নও একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট পুতিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত নাভালনি রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যাচেষ্টার পর চিকিৎসার জন্য জার্মানি যান। সেখান থেকে গত জানুয়ারিতে দেশে ফিরলে সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply