ঢাকা অফিস ॥ আগামী শনিবার রাজধানীর হোটেল রেডিসনে কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠেয় জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু এবং দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবিরুল ইসলামকে ইফতারের আমন্ত্রণপত্র পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া। এ সময় দলটির যুগ্ম-মহাসচিব আশিক আহমেদ ও যুগ্ম–দফতর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
Leave a Reply