নিজ সংবাদ ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৩৭৬তম নিয়মিত সভা ক্লাবের সভাপতি আবু হাসান লিটনের সভাপতিত্বে গতকাল খেঁয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফখরুল আলম মিলন। সেক্রেটারি ও কোষাধ্যক্ষের রিপোর্ট দেন যথাক্রমে সেক্রেটারি তুষার বাবু রতন ও মোঃ জাহিদুল ইসলাম রনি। বক্তব্য রাখেন এডিশনাল গভর্নর অজয় সুরেকা, ডিস্ট্রিক্ট সেক্রেটারি সৈয়দা হাবিবা, লেফটেন্যান্ট গভর্নর মোঃ ওবাইদুর রহমান, ডেপুটি গভর্নর ফরহাদ আলী খান, প্রাক্তন সভাপতি মোঃ আকাম উদ্দিন ও হাজি মোঃ রফিকুল আলম টুকু, প্রেসিডেন্ট নমিনি (২০২৪-২৫) কেএম রুয়াইম রাব্বি, জাহিদ চৌধুরী, আতাউর রহমান মিঠু প্রমুখ। সেক্রেটারি তুষার তার রিপোর্টে জানান যে, বিগত সপ্তাহে কুষ্টিয়া পৌর এলাকায় শীতবস্ত্র ও কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে ভ্যাকুয়াম ক্লিনার প্রদান করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply