ক্রীড়া প্রতিবেদক ॥ এটা সবাই জানে যে পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। জুভেন্তাসের হয়ে এবারের মৌসুমটি রোনালদোর একেবারেই ভালো কাটেনি। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই তার দল বিদায় নেয়। এমনকী সিরি এ লিগও জিততে পারেনি জুভেন্তাস! ইটালিয়ান কাপ ও সুপারকাপ নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। তারপর থেকেই গুঞ্জন, সিআর সেভেন জুভেন্তাস ছাড়ছেন! একটা ব্যর্থ মৌসুম কাটানোর পর কোচ আন্দ্রেয়া পিরলোকে বরখাস্ত করেছে জুভেন্তাস। তবে রোনালদো টিকে গেছেন। ইটালিয়ান গণমাধ্যম বলছে, রোনালদোকে রাখার মতো বিপুল টাকা নাকি জুভেন্তাসের নেই। তাছাড়া রোনালদোরও নাকি এখন জুভেন্তাসে মন বসছে না। পর্তুগিজ যুবরাজ কোথায় যাবেন, আদৌ যাবেন কি না, এ নিয়ে বিশ্ববাসীর আগ্রহের কমতি নেই। বিরাট কোহলিও তার প্রিয় তারকার দলবদল নিয়ে উৎসুক। তাই গুগলে নিয়মিত রোনালদোর খোঁজ করছেন কোহলি। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান এখন দল নিয়ে ইংল্যান্ডে যাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। এর আগে তাকে নিয়মানুযায়ী কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। মুম্বাইয়ে কোয়ারেন্টিন থাকা অবস্থায় ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটা আড্ডা দেন কোহলি। সেখানে এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, ‘গুগলে কোহলি সর্বশেষ কোন বিষয়ে খোঁজ করেছেন?’ উত্তরে ভারত অধিনায়ক লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রান্সফার’। কোহলির এমন ফুটবলপ্রেম এখন সোশ্যাল সাইটে বেশ আলোচনার বিষয়।
You cannot copy content of this page
Leave a Reply