কাঞ্চন কুমার ॥ কুষ্টিয়ার মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা সংক্রমন রোধে লকডাউনে সরকারী নির্দেশনা পরিপূর্নভাবে পালনের জন্য উন্নতমানের পুলিশ ব্যারিকেড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঈগল চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের পক্ষ থেকে এ পুলিশ ব্যারিকেড প্রদান করা হয়। অনুষ্ঠানে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাইরুল আলম বলেন- কোভিড-১৯ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। তিনি এ ভাইরাস মোকাবেলায় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দূরুত্ব নিশ্চিতকরণ, মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে। জরুরী প্রয়োজনে ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না উল্লেখ করে তিনি আরো বলেন সরকারি বিধি নিষেধ অমান্যকারীকে আইনের আওতায় আনা হব।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন, পৌরসভার মেয়র হাজী এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে করোনা প্রতিরোধকল্পে প্রয়োজনীযয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খাইরুল আলম। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply