1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

লাদাখ সীমান্ত নিয়ে আলোচনায় বসতে রাজি ভারত-চীন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুন, ২০২১

ঢাকা অফিস ॥ পূর্ব লাদাখের বর্তমান অচলাবস্থা নিয়ে পরবর্তী দফায় সামরিক পর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে ভারত-চীন। শুক্রবার এক বৈঠকে লাদাখ সীমান্তে লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)-বরাবর বিরোধপূর্ণ এলাকাগুলোর সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে এ সিদ্ধান্ত হয়। খবর-এনডিটিভি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত বিষয়ক পরামর্শ ও সমন্বয় এর ওয়ার্কিং মেকানিজম (ডব্লিউএমসিসি)- এর এক ভার্চুয়াল বৈঠকে সেনা প্রত্যাহারের জন্য এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর জন্য দুই দেশের মধ্যে আলোচনা বজায় রাখার সিদ্ধান্ত হয়। তথ্য মতে, লাইন অব একচুয়াল কন্ট্রোল (এলএসি)-এর এই এলাকাগুলোতে দুই দেশের প্রায় ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন রয়েছে। আলোচনা শেষে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-এর পাশের বাকী ইস্যুগুলির প্রাথমিক সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যে সমঝোতা হয়েছিল সে বিষয়টি বিবেচনায় রেখে সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে উভয় পক্ষই একমত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com