নিজ সংবাদ ॥ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলমান প্রক্রিয়া এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-ভারত সেনাদের যৌথ সাইকেল র্যালি যশোর থেকে যাত্রা করে কুষ্টিয়াতে অবস্থান করে। এ উপলক্ষে মঙ্গলবার কুষ্টিয়ার লালন শাহ মাজার প্রাঙ্গন দুই দেশের সেনাবাহিনী সদস্যরা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে লালন একাডেমীর সংগীত শিল্পীরা তাদের লালনের সংগীত পরিবেশন করেন। এ সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং সহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসানসহ লালন একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল বুধবার সকালে কুষ্টিয়া সার্কেট হাউজ থেকে বাংলাদেশ-ভারত সেনাদের যৌথ সাইকেল র্যালিটি দর্শনার উদ্দেশ্যে বের হয় এবং র্যালিটি কয়েকটি জেলাগুলোতে পরিদর্শন করবেন। উল্লেখ্য যে, যৌথ সাইকেল র্যালিতে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসেন। রবিবার দুপুর ১২টার দিকে ভারতের পেট্রাপোল ও যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করেন তারা। ১৯ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের আর একটি সাইকেল র্যালি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন।
Leave a Reply