1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করলেন সানি পুত্র

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

 

বিনোদন প্রতিবেদক ॥ পুরনো দ্বন্দ্ব ভুলে কাছাকাছি এসেছেন শাহরুখ-সানি। গদর-২র সাকসেস পার্টিতে আমন্ত্রিতও ছিলেন তিন খান (শাহরুখ, সলমন, আমির)। সেখানেই বলিউড ‘বাদশা’র পা ছুঁয়ে আশীর্বাদ নেন সানি পুত্র রাজবীর দেওল। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহরুখ পার্টিতে ইন্ডাস্ট্রির বেশকিছু পরিচিত লোকজনের সঙ্গে কথা বলছিলেন। তখনই রাজবীর দেওল এসে শাহরুখের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শাহরুখ তখন দু’হাতে রাজবীরের গাল ধরে শিশুর মতো করেই আদর করেন। সানি পুত্রের প্রতি কিং খানের এমন আদুরে আচরণ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। খবর হিন্দুস্তান টাইমসের।

ভিডিওটির কমেন্টে বক্সে কেউ লিখেছেন, ‘উনি ভীষণই বড় হৃদয়ের মানুষ।’ কারোর মন্তব্য, ‘শাহরুখের মতো ভদ্র মানুষ খুবই কম আছেন।’ কারোর কথায়, ‘ওঁর মধ্যে ভদ্রতা, দয়া, নম্রতা সবই রয়েছে, আর তার সঙ্গে এই সুন্দর হাসি তাকে এমন বিস্ময়কর মানুষ করে তোলে’।

জানা যায়, শাহরুখ-সানির মধ্যে আরিয়ানকে নিয়েও কথা হয়েছে। শাহরুখ সানিকে জানিয়েছেন, তিনি এবং তার ছেলে আরিয়ান দুজনেই গদর-২ দেখেছেন, দুজনেরই ছবিটা ভালো লেগেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com