নিজ সংবাদ ॥ এ বছর দেশের ডাক বর্ষসেরা অ্যাওয়ার্ড-২০২১ পেয়ে কুষ্টিয়াবাসীর মুখ উজ্জ্বল করেছেন আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ মোহাঃ আব্দুল করিম। গত শনিবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গণপূর্তমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান-এর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। সফল শিক্ষক ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএম মমতাজুল করিম, সম্পাদক, সাপ্তাহিক দেশের ডাক, পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য গুণীজন ব্যক্তিবৃন্দ। উল্লেখ্য শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৯ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) পদক ও শেরে-ই বাংলা স্মৃতি পদক-১৯ লাভ করেন। তিনি শিক্ষাক্ষেত্রে ও আত্মমানবতার সেবায় আমৃত্যু কাজ করতে চান। তিনি সবার কাছে দুআ চেয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply