গাংনী প্রতিনিধি ॥ শিক্ষা বান্ধব ও উন্নয়নমুখি বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রলীগ আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, জেলা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। পরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল অনিক ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা। এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply