ক্রীড়া প্রতিবেদক ॥ মেয়েদের লিগে শীর্ষস্থানের লড়াই চলছিল বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূইয়া কলেজের মধ্যে। তাদেরকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার আতাউর রহমান ভূইয়া কলেজকে ১-০ গোলে হারায় কিংসের মেয়েরা। ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন শিউলি আজিম। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি-বক্সে কৃষ্ণা রানী সরকার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কিংস। সুযোগ কাজে লাগান শিউলি। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া আতাউর রহমান ভূইয়া কলেজ ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।