কুষ্টিয়ার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শেখ ফজলে করিম খোকার পারিবারিক অর্থায়নে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে ঈদবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের মিলপাড়ার নিজ বাড়িতে ঈদের উপহার হিসাবে প্রায় তিন হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী ও ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম.লিটন-উজ-জামান, কুষ্টিয়া পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশি, ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা লাবলু, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম। এছাড়াও শেখ ফজলে করিম খোকার সহধর্মিণী মনোয়ার পারভীন, পুত্রবধু নিরা পারভেজ, মেয়ে মমতাজ পারভীন, জামাতা আব্দুল হাই বাবু উপস্থিত ছিলেন। ঐতুবৃ কেমিক্যাল ওয়াকর্সের ব্যবস্থপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও শহর আওয়ামীলীগের নির্বাহী সদস্য শিল্পপতি শেখ ফজলে করিম খোকা বলেন, ‘অসহায়-গরীব মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা প্রতি বছর পারিবারিকভাবে ঈদ উপহার বিতরণ করে থাকি। তারই অংশ হিসেবে এ বছরও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে এসব ঈদবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করছি। এ ধারাবাহিকতা আজীবন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply