খন্দকার শাহ আলম মন্টু ॥ শের ই বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও ভারত-বাংলাদেশ মৈত্রী পরিষদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ-ভারত কুটনৈতিক সম্পর্কের সূবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০ টায় আলোচনা সভায় রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা পদক” গ্রহণ করেছেন আলমডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন। সাবেক বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ নিজামুল হক নাসিম ও সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান জনাব সৈয়দ মাগুর্ব মোর্শেদ মহোদয়ের নিকট থেকে তিনি এই পদক পান। অনুষ্ঠানের এক পর্যায়ে এই দুই গুনীজনের সাথে কিছুক্ষণ আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন কামাল হোসেন। তিনি এ ব্যাপারে সার্বিক যোগাযোগ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই চনচল মাহমুদকে ও এলাকার মানুষকে যারা কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। তিনি সঠিক পথে সামনের দিকে এগিয়ে চলতে এলাকাবাসীর দোয়া কামনা করেছেন। কামাল হোসেনকে অভিনন্দন জানিয়েছেন বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও বনিক সমিতির সকল সদস্য বৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply