নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুল কলেজ ও মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়েছে। আর এ শ্রেষ্ঠত্বের অধিকারে একের ভিতর তিন অর্জন করেছে মিরপুর উপজেলার পোড়াদহ কলেজ। সোমবার সকালে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করে মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পোড়াদহ কলেজ। আর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে শ্রেষ্ঠত্বের তালিকায় নাম কুড়িয়েছেন সংস্কৃতি মনা সবার প্রিয় ব্যাক্তিত্ব পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহান্ত। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন একই পোড়াদহ কলেজের ইংরেজি বিভাগের জ্যৈষ্ঠ প্রভাষক মোশাররফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার। এ বিষয়ে পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মোহান্ত বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের এ সাফল্য শুধু আমার একার নয়, এর অংশীদার কলেজ সংশ্লিষ্ট সকলে ও পোড়াদহবাসি। তিনি ধন্যবাদ জানিয়েছেন শিক্ষাবান্ধব মিরপুর উপজেলা প্রশাসনকে। অপরদিকে কলেজের এই অর্জনে পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফারুকুজ্জামান জন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি কলেজের অধ্যক্ষসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের আরো উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
Leave a Reply