ঢাকা অফিস ॥ প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটকে সংকটকালীন সময়োপযোগী বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের পর পর জাতীয় সংসদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ দাবি করেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ৬ লাখ কোটি টাকার জনবান্ধব ও উন্নয়নবান্ধব একটি বাজেট। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এতে। এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট। আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।
You cannot copy content of this page
Leave a Reply