নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় সরকারি কর্মকর্তা ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৮সেপ্টম্বর) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী বলেন,দেশ গঠনে রাজনীতিবিদদের ভূমিকা অপরিসীম। তাই রাজনীতিবিদদের প্রাধান্য দিতে হবে। ক্ষুধা ও দারিদ্র থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বর্তমানে বিশেষ করে চারটি খাতের দিকে বিশেষ নজর দিতে হবে। তা হলো শিক্ষা, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য। বর্তমানে সামাজিক এবং পারিবারিক অবক্ষয় দেখা দিয়েছে। এসব থেকে উত্তরনের পথ খুঁজতে হবে আমাদের। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় সকলকে একত্রে সামিল হতে হবে। এ ক্ষেত্রে সকল জায়গায় দুর্নীতিমুক্ত পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আতিকুল ইসলাম, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুল ইসলাম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব, ড. আমানুর রহমান, কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহাকে, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: জাহিদুর রহমান মন্ডল, কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ নাথ বিশ্বাস, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ রাশিদুর রহমান এবং কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান প্রমুখ।এ সময় কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ আরিফ-উজ-জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মোঃ মনিরুজ্জামান, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধিসমাজের ব্যক্তিদের বক্তব্যে কুষ্টিয়া জেলার বিভিন্ন অব্যবস্খাপনা, সমস্যা ও সম্ভাবনার নানা দিক উঠে আসে। এসবের সবগুলো কার্য তালিকায় এনে তা উত্তরনের আহবান জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply