ক্রীড়া প্রতিবেদক ॥ টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোতে একমাত্র গোলটি এসেছে পাকেতার কাছ থেকে। সেই গোলে আবার এসিস্ট করেছিলেন নেইমার। ম্যাচশেষে তাই সতীর্থ পাকেতাকে প্রশংসায় ভাসালেন পিএসজি ফরোয়ার্ড। পেরুর বিপক্ষে দারুণ শুরুর পর ব্রাজিল গোলটি পায় ৩৫ মিনিটে। একক প্রচেষ্টায় নেইমার বল নিয়ে বক্সে ঢুকলেও তিন ডিফেন্ডারের বাধায় পড়েছিলেন। তখন পাকেতাকে বল দিলে অ্যাটাকিং এই মিডফিল্ডার বাম পায়ে প্লেসিং করতে ভুল করেননি। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে থাকে জয় নির্ধারক। তাই তো দলের বড় তারকা নেইমার উচ্ছ্বসিত প্রশংসা করলেন অলিম্পিক লিওর তারকার, ‘পাকেতা অনেক ভালো ফুটবলার। প্রতিটি ম্যাচেই সে আরও ভালো হয়ে উঠছে। ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কেটেছে এবং এখানেও দেখাচ্ছে যে, ব্রাজিলের হয়ে সে কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার হতে পারে।’ পাকেতাও ম্যাচ জিতে ভীষণ খুশি। তবে পেরুর বিপক্ষে ম্যাচটি যে সহজ ছিল না, তা অকপটে বলে গেলেন তিনি, ‘খুব কঠিন ম্যাচ ছিল, তার পরেও দুর্দান্ত লড়াই হয়েছে। ওরা অনেক শক্তিশালী দল, তবে আমরা কঠিন সময়টা উতরাতে পেরেছি।’ কোপার ফাইনালে এখন ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হয়ে যাবে কাল সকালে। এখন ট্রফি জয়ের ম্যাচেও নেইমার-পাকেতার রসায়ন দেখার অপেক্ষায় ব্রাজিল সমর্থকরা।
You cannot copy content of this page
Leave a Reply