হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময়ে মাদ্রাসার পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সভাপতি মাজেদুর আলম বাচ্চু ও সুপার মাওলানা শেখ মহিউদ্দিন আহম্মেদ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাছের আলী মন্ডল, আমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, সমাজ সেবক সাজেদুর রহমান, মাদ্রাসার সহকারী সুপার আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, কাঞ্চন কুমার হালদার, হাবিবুর রহমান, আরজিনা খাতুন, উকিল উদ্দিন, মহিবুল ইসলাম, খালেদা খাতুন, সাইদুল ইসলাম, নার্গিস বানু, মনিরুল ইসলাম, ক্বারী হাবিবুর রহমান প্রমুখ। পরে তিনি শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply