নিজ সংবাদ ॥ কুষ্টিয়া আশ্রয়ন প্রকল্পের জামে মসজিদ এর খতিব হাফেজ মাওলানা আশরাফকে সন্ত্রাসীরা গতকাল বাদ জুম্মা মসজিদ কমিটির উপস্থিত মিটিং শেষে অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে। হাফেজ আশরাফ আশ্রয়ন প্রকল্পের জামে মসজিদের খতিব তিনি জুম্মার নামাজ পড়ানোর পর খতম তারাবিও পড়ান এ ব্যাপারে প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরবে মনস্থ করে মসজিদ থেকে বের হওয়ার আগেই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তবে উক্ত হামলার বিষয়ে আলাপ করলে হাফেজ আশরাফ জানান হক কথা বললেতো এ ধরনের ঘটনা ঘটবে তাই এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না যারা এ ধরনের কাজ করেছে আল্লাহ তাদেরকে মাফ করুক। তবে এ ধরনের ঘটনা জনসাধারণের কাছে খুবই খারাপ মনে হচ্ছে। কারণ বর্তমানে মসজিদের খতিব ইমামদের গায়ে হাত দেয়া জঘন্যতম অপরাধ। ইমামদের গায়ে হাত দেয়া হামলা চালানো আঘাত করা এটা কিয়ামতের আলামত বলা যেতে পারে। এ ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রহমতের মাস কোরআন নাজিলের মাস রহমতের ১৩ দিন পেরিয়ে গেছে মাগফেরাতের দশ দিন চলছে শেষ দশ দিন হচ্ছে নাজাতের মাস। আল কোরআনের হাফেজ আল্লাহ তাদেরকে ফেস করার ক্ষমতা দিয়েছেন তাই তারা কোরআনে হাফেজ ক্বারী মাওলানা। কোরআন হাদিসের কথা বললে যদি অপরাধ হয় তাহলে কোন খতিব এ ধরনের কথা বলতে পারবে না। বিশেষ করে মসজিদের চাঁদা যারা দিবেন তারা মসজিদের চাঁদা আদায়ের রশিদ গ্রহণ করে দিবেন এ কথাটাই বলা অপরাধ হয়েছে কোরআন হাদিসের মাধ্যমে বুঝিয়ে বলেছেন।
Leave a Reply