ঢাকা অফিস ॥ করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে চলমান ‘কঠোর’ লকডাউনের বিধিনিষেধের মধ্যে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়াল ও ডিজিটাল মাধ্যমে এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার সব দপ্তরের সচিবদের একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এক্ষণে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হল।’ করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তারে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় বিশেষজ্ঞদের সুপারিশে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়। চলমান ‘কঠোর’ লকডাউনের এই বিধিনিষেধের মেয়াদ ১৪ জুলাই মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনে তা আরও বাড়তে পারে বলেও ইংগিত দিয়ে রেখেছেন সরকারের কর্তা-ব্যক্তিরা। এই বিধিনিষেধে ১ জুলাই থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ আছে। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এবং সেবা এর আওতার বাইরে রাখা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply