1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন

সমাজ সংস্কারে ধর্মীয় সম্প্রীতির অবদান গুরুত্বপূর্ণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৩৫ মোট ভিউ

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন আজকের সমাজের ধর্মীয় অন্ধ্যতা সাধারণ মানুষের মঙ্গল বয়ে আনতে স¤পূর্ণ ব্যর্থ। জাতি ভেদাভেদ বিবেচ্য বিষয় না করে সকল জাতির ধর্মীয়, সাংস্কৃতিক আচার-আচারণ উৎসব সমানভাবে পালন করতে একে অপরের সম্পূরক হওয়া দরকার। এক সময় অনেকেই জাতি ভেদাভেদ ভুলে সমাজের নানাবিধ উন্নয়নে ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বর্গীয় দেবী প্রসাদ চক্রবর্তী (কানুবাবু) তাদের অন্যতম। তাদের ত্যাগ, দান কোনটিই ভোলার নয়। কুষ্টিয়াবাসী চিরদিন কৃতজ্ঞতার সাথে এসব সমাজ- সেবকদের অবদানের কথা স্মরণে রাখবে। গতকাল ২২শে মে শনিবার সকাল ১১ঘটিকায় শ্রী দেবী প্রসাদ চক্রবর্তী (কানুবাবু) স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে শহরের মিলপাড়া মহাশ্বশানে দিনব্যাপী শ্রী দেবী প্রসাদ চক্রবর্তীর (কানুবাবু) ৫৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে সাঙ্গলীক অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা ও কাঙ্গালী ভোজের অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন শ্রী দেবী প্রসাদ চক্রবর্তীর (কানুবাবু) স্মৃতি রক্ষা কমিটির সভাপতি চর্ন্দন স্যান্নাল (পলাশ), সহ-সভাপতি পাচু গোপাল বিশ্বাস, সাধারন সম্পাদক প্রণব বিশ্বাস, কোষাধ্যক্ষ গোবিন্দ অধিকারী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ (জগৎ), ইব্রাহিম হোসেন স্বপণ, মাসুদুর রহমান (তোতা), আব্দুল লতিফসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা পরিচালনা করেন শঙ্কু শেখর চক্রবর্তী। আলোচনা সভা শেষে শ্রী দেবী প্রসাদ চক্রবর্তীর (কানুবাবু) স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে গরীব দুস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page