বিনোদন প্রতিবেদক ॥ ভারতীয় সিনেমায় হলে এখনও দাপট দেখিয়ে বেড়াচ্ছে ‘আরআরআর’ সিনেমাটি। পাশাপাশি ‘কাশ্মির ফাইলস’ ও ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ও বক্স অফিস মাতিয়েছে। এর মাঝেই সম্প্রতি মুক্তি পায় অভিনেত্রী ইয়ামি গৌতম ও অভিষেক বচ্চন অভিনীত ‘দাশভি’ সিনেমাটি। তবে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পাশাপাশি ইয়ামি-অভিষেকে অভিনয় নিয়েও ট্রল করছেন অনেকে। এমনকি ভারতের প্রথমসারির একটি গণমাধ্যম তাদের অভিনয় যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করেছে। উল্লেখ্য, সিনেমাটি মুক্তির আগে এবং পরে সমালোচিত হয়েছেন অভিষেক বচ্চন। তিনি কেন্দ্রীয় চরিত্র ‘গঙ্গারাম চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন। সেই সমালোচনার রেশ কটতে না কাটতেই কটাক্ষের শিকার হয়েছেন ইয়ামি। সিনেমাটিতে তিনি আইপিএস অফিসার জ্যোতি দেশওয়ালের চরিত্রে অভিনয় করেছেন। তবে ট্রল এবং সংবাদ নিয়ে অভিষেক মুখ না খুললেও ইয়ামি চুপচাপ হজম করেননি। পাল্টা টুইটে নিজের বক্তব্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে ইয়ামির লিখেছেন, ‘একাধিক ভালো ছবি, সিরিজে নিজেকে প্রমাণ করেছি। তারপরও আমার অভিনয় নিয়ে এই মন্তব্য দর্শকদের? মানতে পারলাম না। শুধুই এই একটি চরিত্র নয়, এত দিন ধরে আমার অভিনীত প্রতিটি চরিত্রকে তারা অসম্মানিত, অপমানিত করলেন। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ ইয়ামি আরও বলেন, ‘আমি সমালোচনাকে বরাবরই ইতিবাচকভাবে দেখার চেষ্টা করি। এতে আমার কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়। কিন্তু যখন কোনো প্রথমসারির সংবাদমাধ্যম আমার পরিশ্রমকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এভাবে প্রতিক্রিয়া জানায় তখন অনেক বেশি কষ্ট পাই। আপনারা গঠনমূলক সমালোচনা করুন, প্লিজ।
Leave a Reply