কুষ্টয়া জেলায় করোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়। গতকাল রবিবার সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর দুপুরে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া চামড়াপট্টি, বাবর আলী গেট ও কুষ্টিয়া পৌর বাজার এলাকায় মাস্ক বিতরণ করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানবিশ আইনজীবী বকুল আলী, ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান, ইনসান হোসাইন মুরছালীন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply