নিজ সংবাদ ॥ জনস্বার্থে সরকারী জমিতে পাবলিক টয়লেট নির্মানের অনুমতি পেয়ে হীনস্বার্থ চরিতার্থ ও বানিজ্যিক উদ্দেশ্যে টয়লেটের গা ঘেঁষে নির্মান করা হয়েছে বেআইনী দোকান ঘর। এতে এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে দারুন অসন্তোষ। খোঁজ নিয়ে জানা যায়, শহরের মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন ব্রীজের পাশে সরকারী জায়গায় পাবলিক টয়লেট নির্মানের জন্য কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিহাদ হোসেন সঞ্জু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে দরখাস্ত করেন। জনস্বার্থ বিবেচনায় মঙ্গলবাড়িয়া ব্রীজের সন্নিকটে সরকারী জায়গার নির্ধারিত একটি স্থানে নিজ খরচে পাবলিক টয়লেট নির্মানের অনুমতি দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান। পরে ওই কাউন্সিলর নিজ খরচে সংকীর্ণ পরিসরে গন সৌচাগার নির্মানের পর বানিজ্যিক উদ্দেশ্যে টয়লেটের গা ঘেঁষে বেআইনীভাবে নির্মান করেছে দোকান ঘর। এই দোকান ঘর নির্মানে নেই সরকারী কোন অনুমোদন। চাতুরতার আশ্রয় ও প্রভাব খাটিয়ে ওই কাউন্সিলর দোকান নির্মান করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এলাকার বাসিন্দা এস,এম,আব্দুর সাকুর ও সোলাইমান জানান, পাবলিক টয়লেটটি বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়দের যথেষ্ট উপকারে আসছে। কিন্তু বেআইনীভাবে দোকান নির্মান কোনভাবেই কাম্য নয় বলে এলাকবাসীর অভিযোগ। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, জনস্বার্থ বিচেনায় সরকারী জায়গার উপর নিজ খরচে পাবলিক টয়লেট নির্মানের অনুমতি দেয়া হয়েছে। তবে শর্ত ভঙ্গ করে টয়লেটের সাথে দোকান ঘর নির্মান করা হলে তা উচ্ছেদ করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply