নিজ সংবাদ ॥ ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে ‘করোনা বিষয়ক আলোচনা সভা, মাস্ক বিতরণ ও প্রতিবন্ধীদের ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয় পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। গতকাল বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ। পোড়াদহ ইউপি আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম সরেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডাঃ আশরাফ উল হক দারা, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও পাবনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল আলম সৈকত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সবার সাথে চলবো প্রতিবন্ধী সংস্থার বারুইপাড়া ইউপি সভাপতি নাজিম উদ্দিন ও সুর্যদেশ প্রতিবন্ধী সংস্থার মিরপুর পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মওদুদ আহমেদ রাজিব। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ বলেন- সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো সকলেরই কর্তব্য কেননা আমরা মানুষ হিসেবে সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা আমাদের মানবিকতা দিয়েই সৃষ্টি করে সেরা জীব হিসেবে আখ্যা দিয়েছেন তাই আমাদের সকলকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশ আমাদের অনেক দিয়েছে কিন্তু আমরা দেশের নাগরিক হিসেবে দেশকে কতটুকু দিতে পেরেছি? সেই বিষয়টি মাথায় রেখে মানুষের কল্যানে আমাদের নিবেদিত হতে হবে। তিনি আরো বলেন- প্রতিবন্ধীরা আমাদের সমাজের বড় একটি অংশ, তাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহন করায় তারা নানাভাবে উপকৃত হচ্ছেন। তিনি বলেন, প্রতিবন্ধীদের ব্যাপারে সরকার আন্তরিক। প্রধান মন্ত্রী নিজে প্রতিবন্ধীদের বিভিন্ন সামাজিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে পূর্নবাসিত করেছে। ডাঃ ইফতেখার মাহমুদ বলেছেন, আমি প্রতিবন্ধীদের সহযোগিতায় নিবেদিত রয়েছি। ইতিমধ্যে তাদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেছি। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তারা আরো উপকৃত হবেন। তিনি আরো বলেন, মিরপুর-ভেড়ামারা এলাকার প্রতিবন্ধীদের যে কোন সহযোগিতায় আমার দুয়ার উম্মুক্ত থাকবে। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে সহযোগিতার হাত সম্প্রসারণ করে যাবো। ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, বৈশ্বিক করোনাকালীন সময়ে আমাদের সকলকে বিশেষ খেয়াল রাখতে হবে। সকল বিধি নিষেধ মেনে চলতে পারলে আমরা সকলেই করোনা মোকাবিলায় সফলকাম হতে পারবো। অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ বলেন- আমি আপনাদের উপজেলার মানুষ, আমি চাই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে কাজ করতে আর সেই লক্ষে এখন থেকে নিয়মিত বিভিন্ন এলাকার মানুষকে বিনামুল্যে স্বাস্থ্য সেবাসহ গরীব অসহায়দের পাশে সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবো। তিনি বলেন, সমাজের বৃত্তবানদের অবহেলিতদের পাশে এসে দাঁড়াতে হবে তবেই সমাজের মানুষের মুখে হাসি ফুটবে। ফ্রি চিকিৎসা ক্যাম্পে সহস্রাধিক বিভিন্ন বয়সের প্রতিবন্ধী মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া হয়। তিনি আরো বলেন- আমি বর্তমানে অবসরে আছি আমার অফুরন্ত সময় রয়েছে। আল্লাহপাক আমাকে এবং আমার পরিবারকে অনেক কিছু দিয়েছেন বাকী সময়টা আমি মানুষর কল্যানে কাজ করতে চাই। ইতিমধ্যে এলাকার মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান, দুস্থ্যদের সহায়তা প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহী করে তুলতে তাদের সম্বর্ধনা প্রদান ও আর্থিক সহযোগিতা করে আসছি। আগামীতে আমাদের এই কার্যক্রম আরো বড় পরিসরে শুরু করবো ইনশাআল্লাহ। চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আশরাফ উল হক দারা, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল আলম খান।
You cannot copy content of this page
Leave a Reply