ঢাকা অফিস ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার সচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সিংড়ার ৩১ হাজার পরিবার ভিজিএফ সাহায্য পাবে। ব্যক্তিগতভাবে পৌর এলাকার সাত হাজার ও ইউনিয়নের চার হাজার মানুষকে ঈদ শুভেচ্ছা উপহার দেয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, গরীবের হক কেউ নষ্ট করবেন না। কোনো অনিয়ম মেনে নেয়া হবে না। দুর্নীতি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা সততা ও সচ্ছতার সঙ্গে পৌঁছে দিচ্ছি। গতকাল রোববার বেলা ১১টায় সিংড়া পৌরসভা চত্বরে পৌর এলাকার ভিজিএফের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী করোনায় সবাইকে সতর্ক অবলম্বন করা, মাস্ক পরিধান এবং বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ দেন। সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply