ঢাকা অফিস ॥ সরিয়ে নেয়া দুদেশের রাষ্ট্রদূতকেই পুনর্বহালের বিষয়ে একমত হয়েছেন পুতিন-বাইডেন। সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শেষে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বহুল প্রতীক্ষিত বাইডেন-পুতিন বৈঠকে চোখ ছিল পুরো বিশ্বের। স্থানীয় সময় বুধবার দুপুরে এই বৈঠকে অংশ নিতে জেনেভায় পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার একদিন আগেই জেনেভা পৌঁছান জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পুতিনের সঙ্গে এবারই প্রথম বৈঠক হয় বাইডেনের। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, সাইবার হ্যাকিং ও নির্বাচনে হস্তক্ষেপসহ নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সাংবাদিকদের জানান, প্রত্যাহার করে নেয়া দু’দেশের রাষ্ট্রদূতকেই পুনর্বহালের বিষয়ে একমত হয়েছেন বাইডেন। রুশ রাষ্ট্রপ্রধান আরো বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, ‘জো বাইডেনের সাথে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। বাইডেন পূর্বসুরির চেয়ে একদমই আলাদা এবং পেশাদার। আমার বিশ্বাস দু’দেশের মধ্যকার সংকট ও উত্তেজনা নিরসনে আন্তরিক মার্কিন প্রশাসন। এরইমধ্যে বহিষ্কৃত কূটনীতিকদের তাদের স্বপদে ফিরিয়ে নিতে যাচ্ছি আমরা। এটা নিঃসন্দেহে আনন্দের যে, আমাদের সম্পর্ক পাস্পরিক বিশ্বাস ও সম্মানের জায়গায় ফিরে গেছে।’ পুতিনের পরপরই সাংবাদিকদের সামনে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে পুতিনের সঙ্গে। বলেন, মানবাধিকার ইস্যুতে সবসময়ই সোচ্চার থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘নানা কিছুতে আমাদের মতবিরোধ আছে। তবে তার পরিমাণ সামান্যই। অনেক বিষয়েই আমরা একমত হয়েছি। আমাদের আলোচনা ভালো এবং ইতিবাচক হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকছে।’ বাইডেন-পুতিন বৈঠক ঘিরে জেনেভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় সুইস সরকার।
You cannot copy content of this page
Leave a Reply