দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোয় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে দূর্নীতিবাজ আমলাদের দ্বারা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি এবং ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পাবলিক লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক ম হেলাল উদ্দিন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক শফিউর রহমান শফি, সদস্য এ্যাড. মীর নাজমুল ইসলাম শাহিন, সিপিবি জেলা সদস্য নীল কমল বিশ্বাস গোলাম রব্বানী এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সদস্য টুটুল আলী প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনির উপর ইজরায়েলের আগ্রাসী যুদ্ধ ও গণহত্যা বন্ধের জোর দাবি করেন। সংবাদ বিজ্ঞপ্তি