ঢাকা অফিস ॥ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তে কোনো ধরনের কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। গতকাল বৃহস্পতিবার সকালে রোজিনা ইসলামের মামলার তদন্ত সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। মামলাটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে তদন্ত হবে। এর আগে গত বুধবার দুপুরে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়েরকৃত শাহবাগ থানার মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়। সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় দ-বিধি ৩৯৭ ও ৪১১ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ৩/৫ এর ধারায় মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রোজিনা ইসলামকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাকে আদালতে নেয়া হয়। এ সময় রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে হওয়া মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি আরিফুর রহমান সরদার রিমান্ডের এ আবেদন করেন। আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। একই সঙ্গে জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য গতকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
You cannot copy content of this page
Leave a Reply