দৌলতপুর প্রতিনিধি ॥ সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের সাংবাদিক। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, এশিয়ান টিভির দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন ও প্রতিদিনের সংবাদের দৌলতপুর প্রতিনিধি সোহাগ ইসলাম। প্রতিবাদ সভা পরিচালনা করেন দৈনিক সময়ের কাগজের দৌলতপুর প্রতিনিধি রনি আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- প্রবীন সাংবাদিক এম মামুন রেজা, সিনিয়র সাংবাদিক আহাদ আলী নয়ন, মাহফুজুল আলম, আব্দুল কুদ্দুস, মাঞ্জারুল ইসলাম খোকন, সাইদুর রহমান, আহমেদ রাজু, সাংবাদিক আছানুল হক, হেলাল উদ্দিন, সেলিম রেজা সহ দৌলতপুরের অর্ধশত সাংবাদিক। দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সহ পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply