নিজ সংবাদ ॥ প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার দাবিসহ দূর্নীতিবাজ আমলাদের দ্বারা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের এনএস রোডস্থ পাঁচ রাস্তার মোড় বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এসময় কর্মসূচীতে সংহতি জানিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠণের নেতৃবৃন্দ অংশ নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তিসহ রোজিনার উপর সংঘটিত নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার দাবি করেন। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০লক্ষ শহীদের আত্মবলিদান, ২লক্ষ মা-বোনের সম্ভ্রমহানীর মধ্যদিয়ে অর্জিত রক্তভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোন আমলাতন্ত্রের ডাকে আসেনি। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একদল দুষ্টচক্রে লিপ্ত উচ্চ পদস্থ আমলা নানা দিক থেকে দূর্নীতি করে সরকারের নানামুখী উন্নয়নের ধারাকে ম্লান করে দিচ্ছে। গত বছরের মার্চ থেকে অদ্যবধি গোটা বিশে^র ন্যায় বাংলাদেশেও সরকার নাগরিক জীবনকে সুরক্ষিত করতে বিপুল অংকের অর্থব্যয়ে যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছেন তার সকল সুফলকে ম্লান করে দিচ্ছে সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট উচ্চপদস্থ আমলা। দুর্নীতিগ্রস্ত এসব কর্মকর্তারা জনগনের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে উল্টা জনগণের সম্পদকে লুণ্ঠনে লিপ্ত হয়েছে। এসব দুর্নীতিচিত্র তুলে ধরে প্রতিবদন প্রকাশের কারণেই সরকারের এসব উচ্চ পদস্থ আমলারা দেশের ৪র্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে তার পেশাগত কাজে বাধাদানে পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলে পড়েছে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব দুর্ণীতিগ্রস্ত কর্মকর্তারা। সাংবাদিক রোজিনার উপর সংঘটিত এজাতীয় ন্যাক্কারজনক কাপুরুষোচিত নির্যাতনের সাথে যারা জড়িত বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের নি:শর্তমুক্তি দাবি করেন বক্তারা। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন- সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিন সেন, সাধারণ সম্পাদক গণমাধ্যমকর্মী চ্যানেল-২৪ এর ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ^াস, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, সাধারণ সম্পাদক গণমাধ্যম কর্মী হাসান আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, নদী পরিব্রাজক দলের সভাপতি খলিলুর রহমান মজু, বাসদ নেতা কমরেড শফিউর রহমান শফি, ওয়ার্কার্স পার্টি নেতা ইসারুল হক, জ্যোতি ফাউন্ডেশনের পরিচালক সৈয়দা হাবীবা ও সিডিএল ট্রাষ্টের আক্তারী সুলতানা প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply