হাবিবুর রহমান ॥ কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ মে) বিকেলে মুক্তিযোদ্ধা চত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ ও হিসনা বানী পত্রিকার মিরপুর প্রতিনিধি মজিদ জোয়ার্দ্দার, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক দৈনিক হাওয়া পত্রিকার স্টাফ রিপোর্টার অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আজকের সূত্রপাত পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ আহাম্মেদ, এসটিভির যুগ্ম-বার্তা সম্পাদক রুবেল আহাম্মেদ নান্নু, দৈনিক পিপলস টাইমস ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান জিহাদ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক ও পরিবর্তন ডটকমের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক সত্যখবরের স্টাফ রিপোর্টার আলম মন্ডল, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদুল হক। প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আলোর দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক আন্দোলনের বাজার ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক লাখোকন্ঠ পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এফএনএস’র জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া মাসুম, দৈনিক দেশেরবাণী’র উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম হীরা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল, অনলাইন নিউজ পোর্টাল মিরপুর নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক সুমন মাহমুদ, দৈনিক সাগরখালী পত্রিকার ক্রীড়া সম্পাদক হিরক জোয়ার্দ্দার, স্টাফ রিপোটার মালেক জোয়ার্দ্দার, দৈনিক বাংলাদেশ বিজনেস’র উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক দেশেরবাণী’র স্টাফ রিপোর্টার আশিক আলী, দৈনিক সাগরখালী পত্রিকার শাহিন আলী, হাসানুজ্জামান রাসেল, মানবাধিকার কর্মী এমরান গণি মালিথা, আইডিয়াল ইয়ুথ ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেন, আলোড়ন যুব সংস্থার সাধারণ সম্পাদক জীবন আলী, ব্রাইট ইয়ুথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, অগ্রগামী যুব সংস্থার কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস, ব্যবাসায়ী কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্থা করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশার্ত মুক্তি দিতে হবে।
You cannot copy content of this page
Leave a Reply