আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ( গ্রেড-১), এসবির সাবেক প্রধান এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মীর শহীদুল ইসলাম, বিপিএম (বার), পিপিএমর আলমডাঙ্গা কলেজ পাড়ার নিজ বাড়িতে গতকাল সকাল ১০টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, সিনিয়র সভাপতি শাহরিন হক মালিক, সহসভাপতি মনজুরুল আলম মালিক লার্জ, চেম্বার অফ কমার্সের পরিচালক এস এম তসলিম আরিফ বাবু, এ কে এম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন সোনা, চেম্বার অব কমার্সের সদস্য সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানুল্লাহ, কামরুল ইসলাম হীরা, জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য-সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী জনাব মীর শহীদুল ইসলাম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে গত রোববার (০৪ সেপ্টেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
You cannot copy content of this page
Leave a Reply