নিজ সংবাদ ॥ জাতীয় ছাত্রসমাজ(মঞ্জু) কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি এবিএম আরিফ ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদযোহর কুষ্টিয়া পৌর কবরস্থান চত্বরে যানাজা শেষে পৌর কবরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। এবিএম আরিফের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি(মঞ্জু)’র আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন। এক শোকবার্তায় তিনি জানান ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। নিষ্ঠা ও সততার সাথে জীবন-যাপন করেছেন। রাজনীতিতেও তার অসামান্য অবদান রয়েছে। তাঁর অকাল মৃত্যু পরিবার তথা সকলের কাছেই অপুরণীয় ক্ষতি। মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। আরিফ কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া (রাজু আহমেদ’র কবরের পাশে) এলাকার আবু তালেবের ছেলে।
You cannot copy content of this page
Leave a Reply