নিজ সংবাদ ॥ বিসিআইসি সার ডিলার থেকে সার প্রাপ্তি নিশ্চিকরণ ও সরকার ঘোষিত ন্যায্য মূল্যে সার বিক্রি করার বিষয় তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কুষ্টিয়া সদর থানা কমিটির আয়োজনে শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়ার বটতৈলের যুব উন্নয়নের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কামরুজ্জামান ইউনুস, সহ-সভাপতি মো: আলামিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ বিশ^াসসহ নেতৃবৃন্দরা। এসময় সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, বিসিআইসি সার ডিলারদের কাছ থেকে আমাদের যে পরিমান সার পাওয়ার কথা তা আমরা পাই না। কারন বিসিআইসি আমাদের যেসব খুচরা ডিলার আছে তাদের খুব কম পরিমান সার দেন এবং বাকী সারগুলো কিছু লাইসেন্সবিহীন অবৈধ দোকানদারদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করেন। তিনি আরও বলেন, যেসব অবৈধ দোকানদারদের কাছে সার বিক্রি করা হয় তারাই সার বেশী দামে বিক্রি করেন এবং তার দায় পড়ে সবার উপর। সাধারন সম্পাদক কামরুজ্জামান বলেন, বিসিআইসি ডিলারদের কারসাজিতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। নির্দিষ্ট পরিমান সার না পাওয়ায় বিক্রিও করতে হচ্ছে কম আর এতে বিপাকে পড়ছেন কৃষকরা। কৃষকরা সার পাচ্ছে না চাষ করতে পারছেননা আবাদী জমি। সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ বিশ^াস বলেন, বিসিআইসি সার ডিলারদের কারনে হয়রানি হতে হচ্ছে তাদের মাঝে মাঝে গুনতেও হচ্ছে জরিমানা। সরকারি নিতিমালার মাধ্যমে বিসিআইসির ডিলাররা সার দেবে খুচরা ডিলারদের এবং তা ন্যায্য মূল্যে বিক্রি করবেন তারা, এমনটাই দাবী তার। এছাড়াও আলোচনা সভায় বক্তারা বিসিআইসির অবৈধ সার বিক্রি বন্ধ এবং অবৈধ খুচরা বিক্রেতাদের আইনের আওতায় আনার দাবী জানান।
You cannot copy content of this page
Leave a Reply