বিনোদন প্রতিনিধি ॥ টালিউড ডিভা মিমি চক্রবর্তী। বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সময় দিচ্ছেন এ নায়িকা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন মিমি। সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ এ নায়িকা। তবে এবার মুখ খুলেছেন। রাখ-ঢাক ছাড়াই ফাঁস করেছেন সম্পর্ক নিয়ে তার গোপন তথ্য। গোপনে প্রেম করছেন? এমন প্রশ্নের মিমির ইঙ্গিত, তিনি সিঙ্গেল। প্রেমের সম্পর্ক নেই তিনি। মেকআপ করতে করতে ভিডিও শেয়ার করেছেন মিমি। লিখেছেন, ‘এখন আপনারা জানেন।’ মুহূর্তে ভাইরাল হলো সেই পোস্ট। মিমি বলেন, ‘বন্ধুরা, আমি বুঝতে পেরেছি কেন আমি এখনও সিঙ্গেল। সম্পর্কে জড়াতে গেলে বাড়ির বাইরে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমার দ্বারা যা সম্ভব নয়। এখনও তাই আমার জীবনে কেউ আসেনি।’ নিজের সমস্যার কথাও ভিডিওতে জানালেন মিমি। বাড়ির বাইরে যেতে ইচ্ছে করে না অভিনেত্রীর। তাই নতুন মানুষের সঙ্গে আলাপ হয় না। ঠিক সে কারণেই মিমির জীবনে এখনো কেউ আসেনি।
You cannot copy content of this page
Leave a Reply