নিজ সংবাদ \ ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের পরিবেশ আন্দোলন “ক্লিন গ্রিন বাংলাদেশ (সিজিবি)” কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে এবং সামাজিক সংগঠন “গরিব ফাউন্ডেশন” এর আর্থিক সহযোগিতায় গতকাল মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ উপহার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সিজিবি কুষ্টিয়া ইউনিটের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম। এ সময় সিজিবির উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, সিজিবি কুষ্টিয়া ইউনিট প্রধান সমন্বয়ক মিরাজুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী নজরুল ইসলাম বলেন যে, গরিব ফাউন্ডেশন ও ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন সারাদেশে যেভাবে পরিবেশ ও মানবতার কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করছে তা নিঃসন্দেহ প্রশংসার দাবী রাখে। আমি সিজিবি কুষ্টিয়া ইউনিটের সাথে সম্পৃক্ত হয়ে এরূপ মহৎ ও ভালো কাজের অংশিদার হতে পেরে অত্যন্ত আনন্দিত।
উত্তম কুমার বিশ্বাস তার বক্তব্যে আসন্ন বর্ষা মৌসুমে একটি করে গাছ লাগানো ও চারিদিকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য উপস্থিত সুবিধাভোগীসহ সকলকে উদ্বুদ্ধ করেন।
প্রধান অতিথি কর্তৃক কর্মসূচির উদ্বোধন শেষে সিজিবি কুষ্টিয়া ইউনিটের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ঝাঁক তরুন সদস্য দরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় ১০০ প্যাকেট খাদ্যদ্রব্য পৌছে দেন। প্রতিটি প্যাকেটে খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, সেমাই, চিনি, সোয়াবিন তেল, লাইফবয় সাবান ও মাস্ক। উলে¬খ্য যে, সিজিবি সারাদেশ ব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্যদ্রব্য ও ঈদের উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি পলন করা হচ্ছে।
You cannot copy content of this page
Leave a Reply