নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সিটি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ আজ হাউজিং মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মজনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র লেকচারার মোঃ আসাদুল হক। ক্রীড়া প্রতিযোগিতায় ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, সিনিয়র লেকচারার মোঃ রহিদুল ইসলাম, সিনিয়র লেকচারার শাহজাহান সিরাজ ও লেকচারার আব্দুল গনি। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সিনিয়র লেকচারার সারথী রানী ঘোষ, সিনিয়র লেকচারার কোহিনুর আক্তার। এ সময় সহযোগিতা করেন সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, সিনিয়র লেকচারার ড. আরজুমান্দ আরা বেগম, সিনিয়র লেকচারার ড. শরীফা সুলতানা হাসানাত, সিনিয়র লেকচারার নার্গীস পারভীন, সিনিয়র লেকচারার মোঃ মিজানুর রহমান, সিনিয়র লেকচারার মাহফুজা আক্তার, সিনিয়র লেকচারার মোহাঃ রুহুল আমীন, লেকচারার আব্দুল গনি, লেকচারার রুবাইয়া খাতুন প্রমুখ। ফুটবল ও ক্রিকেট উভয় খেলায় দ্বাদশ শেণি একাদশ চ্যাম্পিয়ন এবং একাদশ শ্রেণি একাদশ রানার্স-আপ হয়। খেলা পরিচালনা করেন কম্পিউটার সহকারী মোঃ বাইজিদ হোসেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ফুটবলে আনিসুর রহমান এবং ক্রিকেটে ইসরাফিল হোসেন। বালিশ খেলায় মীম খাতুন ১ম, অনন্যা খান ২য় এবং বৈশাখী বিশ্বাস ৩য় হন। মিউজিক্যাল চেয়ার খেলায় মোছাঃ তমালিকা ১ম, ফাহিমা সুলতানা ২য় এবং তাসনিয়া আক্তার তারিন ৩য় হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মজনু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply