গত ১৬ এপ্রিল সিডিএল ট্রাস্ট এর উদ্যোগে সিডিএল ট্রাস্ট নারী ফোরামের সহযোগিতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী ফোরামের সভাপতি ড. আকলিমা খাতুন ইরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. লিজা-রতন ম্যাটস এর স্বত্বাধিকারী ডা. আসমা জাহান লিজা। আলোচনার শুরুতেই সিডিএল’র নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা সিডিএল’র সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পৌরসভার মেয়র আনোয়ার আলীর কথা বলে তাকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতাভরে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে নারী ফোরামের সদস্যরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ, ফারুক আজম মৃধা, মোল্লা হাফিজুর রহমান, মাবিলা রহমান, হাসিনা আকতার, জেসমিন হোসেন মিনি, শাহিদা পারভীন, তানজিমা রহমান, নুরুন্নাহার শেফা, কামরুন নাহার শিরিন, সাবেরা খানম, জেবুন্নেসা সবুজ, সাবিনা আকতার, সাবিনা জাফর, এশা, বনানী হাসানসহ আরও অনেকে। প্রায় চল্লিশজন উপস্থিত ছিল। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply