ঢাকা অফিস ॥ সিরিয়ার আফরিন শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৩ জন। দেশটির মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এই তথ্য নিশ্চিত করে। তুরস্ক সরকার ও স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার শহরটিতে পৃথক দুটি ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। প্রথম হামলাটি আঘাত হানে শহরটির একটি আবাসিক এলাকায়। এর কিছুক্ষণ পরই আল শিফা হাসপাতালে দ্বিতীয় হামালাটি চালানো হয়। এতে হাসপাতালটিতে থাকা ২ শিশুসহ আট বেসামরিক নাগরিক প্রাণ হারান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। হামলার নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে সিরিয়ার সরকার নিয়ন্ত্রীত তেল রিফাত অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া কুর্দিশ গোষ্ঠী এই হামলা চালিয়েছে।