ঢাকা অফিস ॥ সুইডেনে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। বিমানটিতে আট স্কাই ডাইভার ও এক পাইলট ছিলেন। ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই রানওয়ের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে সুইডেন পুলিশ জানায়, বিমানে থাকা সব আরোহীই নিহত হয়েছেন। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। এক টুইট বার্তা তিনি বলেন, ‘আমি এই খবর শুনেছি। এটা অত্যন্ত দুঃখের সংবাদ। এই কঠিন সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’
You cannot copy content of this page
Leave a Reply