ক্রীড়া প্রতিবেদক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল রোববার। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের সঙ্গে টিম লিডার হিসেবে থাকার কথা ছিল সুজনের। তবে ঈদ পরবর্তীতে জাতীয় দলের অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি তাকে। আকরাম খান গণমাধ্যমকে জানান, ‘ঘরের মাঠে খেলা তাই টিম লিডার নিয়ে কোনো নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।’ সুজনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘আমি শুনেছি তিনি অসুস্থ। এই কারণে টিম হোটেলে তিনি উঠছেন না।’