ঢাকা অফিস ॥ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় অন্তত পাঁচ বেসামরিক নিহত হয়েছেন। অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে জঙ্গিরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। খবর রয়টার্স। দেশটির তথ্য মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলাকারীরা মোগাদিশুর মেয়রের দপ্তরে হামলা চালিয়েছে। খবর পেয়ে দেশটির নিরাপত্তা বাহিনী সেখানে প্রতিরোধ করে তোলে। পরে নিরাপত্তা বাহিনীরে গুলিতে ছয় জঙ্গিকে হত্যা করা হয়। মোগাদিশুর মেয়র দপ্তরে কর্মরত ফারাহ আব্দুল্লাহি বলেছেন, ‘আমরা অফিসেই ছিলাম, প্রচ- বিস্ফোরণের শব্দে আমাদের কানে তালা লেগে যায়। আমরা দৌঁড়ে বের হয়ে আসি, তখনই গুলিবর্ষণ শুরু হয়।’ এ ঘটনার পর দায় স্বীকার করে এক বিবৃতিতে আল শাবাব বলেছে, ‘আমাদের আত্মঘাতী বোমারুরা আঘাত হানার পর পদাতিক যোদ্ধারা ভবনটিতে প্রবেশ করে তাদের হত্যা করেছে।’ আল শাবাব সোমালিয়ায় তাদের নিজেদের ধরনের ইসলামিক শরিয়া আইন প্রবর্তনের জন্য ২০০৬ সাল থেকে সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। তারা প্রায়ই দেশটির বিভিন্ন স্থানে বোমা ও বন্দুক হামলা চালায়।
You cannot copy content of this page
Leave a Reply