ঢাকা অফিস ॥ সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। কর্তৃপক্ষ জানায়, রোববার দেশটির গালমুদুগ রাজ্যের একটি শহরে এই হামলার ঘটনা ঘটে। শহরটির উইসিল টাউনে সামরিক বাহিনীর একটি ব্যারাকে দুইটি গাড়ি বোমার মাধ্যমে হামলা চালানো হয়। এতে সামরিক বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় স্থানীয় বাসিন্দা ও সরকারি বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে ১৭ জন সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে এই সংঘর্ষে আল শাবাবের অন্তত ৪১ সদস্য নিহত হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সরকার।
You cannot copy content of this page
Leave a Reply