ক্রীড়া প্রতিবেদক ॥ সন্তানের জন্ম হওয়া মানুষের জীবনে অত্যন্ত বড় একটা ঘটনা। সোশ্যাল সাইটের যুগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকারা পর্যন্ত নিজেদের সন্তানের ছবি শেয়ার করেন। সেসব ছবিতে অভিনন্দনের বন্যা বয়ে যায়। কিন্তু বিরাট কোহলি এখানে ব্যতিক্রম। ভারত অধিনায়কের মেয়ে ভামিকার ছবি এখন পর্যন্ত ভক্তরা দেখতে পারেননি। কোহলি-আনুশকা দম্পতি সবসময় সোশ্যাল সাইটে সরব থাকলেও মেয়ের ছবি কেন প্রকাশ করছেন না? সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক অনলাইন আড্ডায় মিলিত হয়েছিলেন ভারত অধিনায়ক। বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান এখন দল নিয়ে ইংল্যান্ডে যাবেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। তার আগে এই আড্ডায় এক ভক্ত কোহলিকে প্রশ্ন করেন, তিনি কেন তার মেয়ের ছবি সোশ্যাল সাইটে দিচ্ছেন না? উত্তরে কোহলি বলেছেন, ‘আমি আর আনুশকা দুজনের কেউই চাই না আমাদের মেয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে। দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি, ও বড় হোক, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন দিক সম্পর্কে জানুক, এরপর নাহয় সেটা করা যাবে।’ উল্লেখ্য, গত জানুয়ারির প্রথম সপ্তাহে কোহলি-আনুশকার ঘর আলো করে আসে কন্যাসন্তান। এই তারকা দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন ‘ভামিকা’। ইনস্টাগ্রামের আড্ডায় আরেক ভক্ত এই ‘ভামিকা’ নামের অর্থ জানতে চেয়েছিলেন। উত্তরে কোহলি জানিয়েছেন, এটি হিন্দুদের দেবী মা দুর্গারই আরেকটি নাম। নিজের অবসর নিয়ে কোহলি বলেন, ‘একেবারে গা এলিয়ে দিয়ে স্ত্রী আনুশকার সঙ্গে বসে সিনেমা অথবা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান দেখি!’
You cannot copy content of this page
Leave a Reply