ক্রীড়া প্রতিবেদক ॥ সাকিব আল হাসান ইস্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত নির্ধারিত সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। পরবর্তী তারিখ ও সময় পুনরায় জানানো হবে।এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহামেডান-আবাহনী ম্যাচে অনাকাঙ্খিত ঘটনায় সাকিবের বিরুদ্ধে আনীত অভিযোগ ও শাস্তির বিষয়ে ক্লাবের নিজস্ব মতামত জানানো হবে সংবাদ সম্মেলনে। আবাহনী-মোহামেডান ম্যাচ চলাকালে মুশফিককে এলবিডব্লিউ না দেওয়ায় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব। এ ছাড়া বৃষ্টির আগেই আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্তে স্ট্যাম্প উপড়ে ফেলে আলোচনা-সমালোচনার জন্ম দেন। এ ঘটনায় ৩ ম্যাচ নিষিদ্ধ এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয় বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
You cannot copy content of this page
Leave a Reply